Sunday, February 18, 2018

‘লাইসেন্স প্রাপ্তির ১৫ মিনিটেই গ্রামীণের ফোরজি’

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলিও বলেছেন, ‘কাল সন্ধ্যায় গ্রামীণফোনের কাছে আনুষ্ঠানিকভাবে ফোরজি লাইসেন্সহস্তান্তর করবে বিটিআরসি। লাইসেন্স পাওয়ার ঠিক ১৫ মিনিটের মধ্যেই দেশে ফোরজি চালু করবে গ্রামীণফোন।’আজ সকালে রাজধানীর একটি হোটেলে কো-ব্র্যান্ডেড ফোরজি হ্যান্ডসেট উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।মাইকেল ফোলিও বলেন, ‘আমরা ফোরজি লাইসেন্স প্রাপ্তির পরপরই এই সেবাটি বাংলাদেশের মানুষদের জন্য উন্মুক্ত করবো। শুরুতে এই সেবা কেবলামাত্র ঢাকায় পাওয়া যাবে। পর্যায়ক্রমে ঢাকার বাইরেও ফোরজি নেটওয়ার্ক বিস্তৃত করা হবে।’গ্রামীণফোনের এই প্রধান বলেন, ‘আমাদেরলক্ষ্য হলো গ্রাহকদের সবাইকে ফোরজি নেটওয়ার্কের আওতায় আনা। এজন্য সুলভে ফোরজি হ্যান্ডসেট বিক্রির পদক্ষেপ নিয়েছে গ্রামীণফোন। আমার বিশ্বাস ফোরজি অনেক ডাটা ব্যবহারকারীর জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে এই সেবা পেতে হলে অবশ্যই ফোরজি হ্যান্ডসেট থাকতে হবে।’মাইকেল ফোলিও জানান, ফোরজি চালু হলে গ্রাহকরা ফুল এইচডি ভিডিও স্ট্রিমিং সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও ফোরজির মাধ্যমে নিঁখুত ভিডিও কলিং সুবিধা পাবেন গ্রাহকরা। ফোরজি নেটওয়ার্কে সুপার ফাস্ট ডাউনলোডিং, মিউজিক স্ট্রিমিং পাওয়া যাবে বলেও তিনি দাবি করেন।উল্লেখ্য, ১৩ ফেব্রুয়ারি বিটিআরসির আয়োজনে দেশে ফোরজির নিলাম সম্পন্ন হয়। এই নিলামে অংশ নেয় গ্রামীণফোন ও বাংলালিংক। নিলামে মোবাইল অপারেটর বাংলালিংক ২১০০ মেগাহার্জ ব্যান্ডে ৫ মেগাহার্জ তরঙ্গ কেনে। যার দর ২৮ মিলিয়ন মার্কিন ডলার। বাংলালিংক ১৮০০ মেগাহার্জ ব্যান্ডে ৫ মেগাহার্জ তরঙ্গ কেনে। এই তরঙ্গের মূল্য ২১ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে গ্রামীণফোন ১৮০০ মেগাহার্জব্যান্ডে ৫ মেগাহার্জ তরঙ্গ কেনে।নিলামের পূর্বে গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের কাছে যথাক্রমে বিভিন্ন ব্র্যান্ডে মোট ৩২, ৩৬.৪, ২০ এবং ২৫.২ মেগাগার্জ তরঙ্গ ছিল। নিলামের পর গ্রামীণফোন ও বাংলালিংকের তরঙ্গ বেড়ে দাঁড়ালো যথাক্রমে ৩৭ ও ৩০.৬ মেগাহার্জ তরঙ্গ।কাল সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে অপারেটরদের কাছে ফোরজি লাইসেন্স হস্তান্তর করবে বিটিআরসি।source -ঢাকাটাইমস
Share:

0 comments:

Post a Comment

Total Pageviews